করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ‘লকডাউন’ বাস্তবায়ন ও মানুষকে ঘরে রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে বাগেরহাটে ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সদর উপজেলার ১০টি ইউনিয়নের সর্বত্রই ঘুরে বেড়াবে ভ্রাম্যমান বাজার। ১০০টি ভ্যানের উপর ভ্রাম্যমাণ বাজারের জন্য নানা রকমের পণ্য সাজানো রয়েছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য নিয়ে ভ্যানগুলো মানুষের দৌড়গোড়ায় পৌঁছে যাচ্ছে। ভ্রাম্যমাণ বাজারে মাছ, মাংস, দেশি ফল, সবজিসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মিলবে।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে বৃহস্পতিবার বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে এই ভ্রাম্যমাণ বাজার উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বাজার লকডাউন করলো প্রশাসন
উদ্যোক্তরা জানান, ভ্রাম্যমাণ এই বাজার চালু করায় কাঁচাবাজার মুখী মানুষদেরকে ঘরে রাখা সম্ভব হবে। একই সাথে লকডাউনে কারণে বেকার হয়ে পড়া ভ্যান চালকদেরও কর্মের সংস্থান হয়েছে।
ভ্রাম্যমাণ বাজার মানুষকে ঘরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভ্রাম্যমাণ বাজারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
দেখা গেছে, স্বাধীনতা উদ্যানের সামনে রাস্তার দুই পাড়ে রাখা হয়েছে ভ্যান। ভ্রাম্যমাণ বাজার লেখা প্লাকার্ড ভ্যানের সামনে ঝুলিয়ে রাখা হয়। ভ্যানের উপর নিত্যপ্রয়োজনীয় হরেক রকম পণ্যে সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি ভ্যানচালকের কাছে উচ্চস্বরে বাজানোর জন্য বাঁশি দেয়া হয়েছে। উদ্বোধনের পর চালকরা ভ্রাম্যমাণ বাজার নিয়ে বাঁশি বাজাতে বাজাতে মানুষে দৌড়গোয়াড় ছুটে চলেছে।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন জানান, আওয়ামী যুবলীগ জেলা শাখা এই বাজার বাস্তবায়ন করছে। প্রথম পর্যায়ে বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভ্রাম্যমাণ বাজারের কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে ভ্যানের সংখ্যা ও এলাকা বৃদ্ধি করা হবে। লকডাউন বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ বাজারের মাধ্যমে মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সাথে ভ্রাম্যমাণ বাজার থেকে পণ্য ক্রয় করতে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।